অবশেষে এসএসসি ও এইচএসসির চূড়ান্ত সময়সূচি প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার চূড়ান্ত সময়সূচি করে প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে। ২৭ সেপ্টেম্বর (সোমবার) এই তথ্য প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

করোনা মহামারীর কারণে অনেকদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় এই পাবলিক পরীক্ষা পিছিয়ে যায়। তবে সম্প্রতি স্কুল-কলেজ খুলে দিয়েছে সরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কয়েকদিনের মধ্যেই সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে , করোনা অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘন্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এই সময় সূচিতে বলা হয় বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

Leave a Comment