বিশ্বব্যাপী ৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে সুপার স্টার আল্লু আর্জুনের Pushpa 2: The Rule। একযোগে বাংলাদেশে ছবিটির মুক্তির কথা থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। বাংলাদেশে Jawan, Pathaan ও Animal আমদানি করেন নির্মাতা অনন্য মামুন এ বিষয়ে তিনি জানান তিনি পুষ্পা ২ আনবেন না। এই নির্মাতার পরিচালনায় “দরদ” সিনেমা মুক্তি পেয়েছে গত ১৫ নভেম্বর। তিনি বলেন আমি এখন দরদ নিয়ে ব্যস্ত, প্রচারণায় ও সময় দিতে হবে ফলে অন্য ছবি আমদানি করা বা মুক্তি দেওয়ার মত সময় আমার হাতে নেই।
জাজ মাল্টিমিডিয়াও ভারতীয় কিছু কিছু ছবি আমদানি করে তবে Pushpa 2: The Rule সিনেমা তারা আনছেন না। এই বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। আজিজ বলেন, Pushpa 2: The Rule বড় বাজেটের ছবি এই ছবি আমদানি করতে গেলে যে টাকা লগ্নি করতে হবে সেটা তুলে আনার মত পরিবেশ এখন নেই তাই আমরা ছবিটি আনার ব্যাপারে কিছুই ভাবছি না।
তিন সপ্তাহ আগে দি অভি কথাচিত্র বাংলাদেশে মুক্তি দিয়েছিল বলিউডের Stree 2। এই প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভিও পুষ্পা টু আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন। এর আগে ভুলভুলাইয়া 3 আমদানি করেও দেশে মুক্তি দিতে পারেননি অভি কারণ এখনো সেন্সর ছাড়পত্রই পাননি। ফলে বাংলাদেশে Pushpa 2: The Rule যে মুক্তি পাচ্ছে না সেটা বলার আর অপেক্ষা রাখে না।