-->
সব সিনেমাকে পিছনে ফেলে এখন শীর্ষে Spider-Man: No Way Home

সব সিনেমাকে পিছনে ফেলে এখন শীর্ষে Spider-Man: No Way Home


এই মহামারী চলাকালীন সময়ে বিশ্বের বক্স অফিসে ১ বিলিয়ন ডলার বা প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড অর্জন করেছে Spider Man No Way Home সিনেমাটি।  এর আগে ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত Star wars the rise of sky walker সিনেমাটি এই রেকর্ড গড়েছিল। ইউরোপ ও উত্তর আমেরিকায় ক্রমবর্ধমান করোনা ও ওমিক্রনের আতঙ্ককে জয় করে এই সিনেমা বিপুল ব্যাবসা করছে ্বিশ্ব জুড়ে। এই সিনেমা থেকে Marvel studio ও Sony এই পর্যন্ত আয় করেছে ১৫০ কোটি ডলার

চীনের The Battle at Lake Changjin ছবিকে পিছনে ফেলে এটি এখন ২০২১ সালের শীর্ষ আয়কারী চলচিত্র। এছাড়াও এটি পিছনে ফেলেছে ২৫ তম জেমস বন্ড সিনেমা No Time To die কে। মাত্র ১২ দিনে এই মাইল ফলক অর্জন করেছে স্পাইডার ম্যান ছবির সর্বশেষ পর্ব। এর আগে Avengers Endgame ৫ দিনে ও Avengers Infinity War ১১ দিনে এক বিলিয়ন ডলার আয় করে।

এই সিনেমাটি পরিচালনা করেছেন Jon Watts। এতে অভিনয় করেছেন Tom Holland, Tobey Maguire, Zendaya, Andrew Garfield ছাড়াও আরও অনেকে।